• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

সারা দেশ

টাংগুয়ার হাওরের তলদেশে কয়েক কোটি টাকার প্লাষ্টিক বজ্য রয়েছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ জুলাই ২০২৩

জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:
টাংগুয়ার হাওরে যে পরিমান পর্যটক পরিবহণকারী নৌকায় করে পর্যটক হাওরে প্রবেশ করছে আর তাদের ব্যবহৃত প্লাষ্টিক পন্য পানিতে ফেলছে তাতে টাংগুয়ার হাওরের তলদেশে তথা সমগ্র উপজেলায় কয়েক কোটি টাকার প্লাষ্টিক বজ্য জমে আছে বলে মন্তব্য করেন,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের আঞ্চলিক সহযোগী ও বাস্থবায়নকারী প্রতিষ্ঠান ডাহুকের পরিচালক মোঃ মাগফি রেজা সিদ্দিক।
সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলায় রবিবার(১৬ জুলাই)দুপুরে উপজেলা ভিত্তিক উপকরণ বিতরণ ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন অনুষ্টানে কথা গুলো বলেন। তিনি প্রধান বক্তা হিসাবে প্রকল্প প্রস্তাবনা উত্তাপন করেন।
এসময় তিনি আরও বলেন,প্লাষ্টিক পন্য গুলোর আমাদের জন্য ক্ষতিকর,প্লাষ্টিক পন্য গুলোকে যদি পক্রিয়াজাত করা যায় বা পুনঃ ব্যবহার করা হয় তাহলে এলাকার লোকজন একটি ব্যবসায়ীক সুযোগ তৈরী হওয়ার সম্ভবনা রয়েছে। ঐসব প্লাষ্টিক পন্য অপসারণ করা জরুরী,এটা যদি সবাইকে সমন্বিত অপসারন কাজ বা প্রকল্প শুরু হয় তাহলে স্থানীয়রা উপকৃত হবে।
তাহিরপুর নৌ পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেড এর সহযোগিতায়,বাংলাদেশ ট্যুরিজম বোর্ড(ডাহুক) ও জেসিআই ইয়াং এর বাস্তবায়নে উপজেলা বঙ্গবন্ধু ডিজিটাল কর্নারে অনুষ্টানে সভাপতিত্ব করেন,উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ ভট্টাচার্য।
এছাড়াও তাহিরপুর নৌ পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শাহীনুর তালুকদার,সাধারণ সম্পাদক আলী আবদাল খোকন,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,উপজেলা আ,লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু,সাংবাদিক আবুল কাশেম প্রমুখ। এসময় তাহিরপুর নৌ পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেড ও অটোরিক্সা চালক সমিতির সকল সদস্যসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে তাদের মধ্যে ডাষ্টবিন বিতরন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads